• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo
প্রধান উপদেষ্টার পক্ষে ৩ কোটি ৯৫ লাখ টাকার অনুদানের চেক গ্রহণ
প্রধান উপদেষ্টার পক্ষে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে ৩ কোটি ৯৫ লাখ ৮৩ হাজার ৩০ টাকা অনুদানের চেক গ্ৰহণ করেছন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম। বুধবার (২৮ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে তিনি এ চেক গ্রহণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন। এর মধ্যে সিটি ব্যাংক এক কোটি টাকা, সীমান্ত ব্যাংক ২০ লাখ  টাকা, ইউসেফ বাংলাদেশ ১০ লাখ টাকা, বাংলাদেশ অর্থনীতি সমিতি এক লাখ টাকা, এনসিসি ব্যাংক পিএলসি দুই কোটি টাকা, র‌্যাব ফোর্সেস ৫৮ লাখ ৯১ হাজার ৫০৩ টাকা, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় দুই লাখ ৮১ হাজার ৫০০ টাকা, সেন্টার ফর ডিজঅ্যাবেলিটি ইন ডেভলপমেন্ট (সিডিটি) এক লাখ ৮৩ হাজার ৭১০ টাকা, মিডিয়াসফট ডাটা সিস্টেম লিমিটেড এক লাখ ২৬ হাজার ৩১৭ টাকা দিয়েছে। এ সময় দুর্যোগ উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
২৯ আগস্ট ২০২৪, ০৮:৫১

শেষ মুহূর্তের গোলে চেকদের হৃদয়ভাঙা হার উপহার পর্তুগালের 
ফুটবল শক্তিমত্তার বিচারে পর্তুগাল আর চেক প্রজাতন্ত্রের পার্থক্য আকাশ-পাতাল। এমনকি স্টারডমের কথা বিচার করলেও চেক ফুটবল দলে এই মূহুর্তে এমন কোনও খেলোয়াড় নেই, যার মার্কেট ভ্যালু পর্তুগিজ কোনো তারকার সমান। অথচ সদ্য শুরু হওয়া ইউরোর গ্রুপ এফ-এর দ্বিতীয় ম্যাচে তারকাশূন্য সেই চেক প্রজাতন্ত্রেই কিনা আটকে যেতে বসেছিল তারকায় ভরা পর্তুগাল। এমনিতেই টুর্নামেন্টটার নাম ইউরো, যেখানে প্রতি আসরেই জন্ম নেয় একাধিক অঘটন, কোনো না কোনো রূপকথা, তার ওপর মাঝমাঠের মলিন পারফরম্যান্স; সব মিলিয়ে প্রথম ম্যাচেই একটা পর্যায়ে হারের শঙ্কা পেয়ে বসেছিল রোনালদোদের। কিন্তু তা আর হয়নি ম্যাচের ৬৯ মিনিটের এক আত্মঘাতী ও ৯২ মিনিটে করা নবাগত ফ্রান্সিসকো কনসেইসাওয়ের দারুণ এক গোলে। দীর্ঘ ২৮ বছর পর পর্তুগালকে বাগে পেয়েও ম্যাচশেষে হৃদয়ভাঙার হতাশায় মাঠেই শুয়ে পড়তে দেখা যায় চেক ফুটবলারদের। নিজেদের শেষ ইউরো মিশনে গ্রুপপর্বের প্রথম ম্যাচে আজ লাইপজিগের রেড বুল অ্যারেনায় চেক রিপাবলিকের বিপক্ষে মাঠে নামেন কিংবদন্তী পেপে ও রোনালদো। সঙ্গী বার্নার্দো সিলভা, রাফায়েল লিয়াও, ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ক্যানসেলো, ডিয়েগো ডালোট, রুবেন ডিয়াজ, ডিয়েগো কস্তাদের মতো পরীক্ষিত ফুটবল তারকারা। আক্রমণভাগ থেকে রক্ষণের প্রতিটি পজিশনে তারকা ঠাসা পর্তুগালের স্কোয়াড। সেই তুলনায় চেক প্রজাতন্ত্রের দলে তারকা বলতে শুধু প্যাট্রিক শিক, গত মৌসুমের বেশিরভাগটাই যাকে লড়তে হয়েছে ইনজুরির সঙ্গে। এছাড়া মুখে নেওয়ার মতো নাম টমাস সৌচেক আর ভ্লাদিমির সাউফাল। স্কোয়াডে নেই আর তেমন কোনও ভরসাযোগ্য নাম। এমন একটা দলের সঙ্গে জয় দিয়ে শুরু করাটাই যেখানে সাধারণ ঘটনা হওয়ার কথা ছিল, মাঠে বল গড়াতেই এই সাধারণ ব্যাপারটা যেন হয়ে উঠল অসাধারণ।  ম্যাচের শুরু থেকে যদিও বল দখলে ও আক্রমণে দাপট ছিল পর্তুগালেরই, তবুও ফিনিশিংয়ে গিয়ে বার বার খেই হারাচ্ছিলেন রোনালদোরা। একদিকে সিআরসেভেনের গোলমিসের মহড়া, অন্যদিকে মাঝমাঠ ও আক্রমণভাগের বাকি সবাইকেই কেমন যেন নিষ্প্রভ দেখাচ্ছিল আজ। অবশ্য ভালো কিছু সেভ করেছেন চেক গোলরক্ষক জিন্ডরিচ স্টানেকও।   ম্যাচের অষ্টম মিনিটে রাফায়েল লিয়াওয়ের ক্রস থেকে বক্সের মধ্যে হেড নিয়েছিলেন রোনালদো। কিন্তু একটুর জন্য সেটি পোস্টের বাঁদিক ঘেঁষে বেরিয়ে যায়। ৩২ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটা পান রোনালদো। ব্রুনো ফার্নান্দেজের ক্রস থেকে গোলরক্ষককে একা পেয়ে গোল করতে ব্যর্থ হন সিআরসেভেন। প্রথমার্ধের যোগ করা সময়ে আবারো গোলের চেষ্টা করেছিলেন রোনালদো। এবার তার শট রুখে দেন চেকিশ গোলরক্ষক জিন্ডরিচ স্টানেক। শেষ পর্যন্ত গোলশূন্য অবস্থাতেই মাঠ ছাড়ে দুই দল। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে পর্তুগাল। শুধু ফিনিশিংটাই হচ্ছিল না।  এরই মধ্যে ম্যাচের ৬২তম মিনিটে ধাক্কা পর্তুগাল শিবিরে। ভ্লাদিমির সাউফালের পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করেন লুকাস প্রভোড। সঙ্গে সঙ্গে চেক খেলোয়াড় ও সমর্থকদের উল্লাসে ফেটে পড়ে পুরো রেড বুল অ্যারেনা। দীর্ঘ ১৬ বছর পর পর্তুগালের বিপক্ষে কোনো গোল পেল চেক প্রজাতন্ত্র। অবশ্য, বেশিক্ষণ স্থায়ী হয়নি চেক শিবিরের এই উল্লাস। সাত মিনিট বাদেই আত্মঘাতী গোলে লিড হারায় চেকরা। ছয় গজ দূর থেকে নেওয়া নুনু মেন্ডেজের শট আটকে দিলেও হাতে রাখতে পারেননি চেক গোলরক্ষক স্টানেক। বল ছুটে সামনে দাঁড়িয়ে থাকা সতীর্থ রবিন রানাকের পায়ে লেগে জড়িয়ে যায় নিজেদের জালেই। এরপর দুর্বল কিছু আক্রমন শানিয়েছে দুদলই। কিন্তু শেষ পর্যন্ত কোনোটিই আর গোল হয়নি। ম্যাচের ৮১ তম মিনিটে গোলমুখের খুব কাছে বল পেয়েও বাইরে শট করেন চেক মিডফিল্ডার সৌচেক। পড়ে ৮৭ মিনিটে  ডিয়েগো জোটার গোল বাতিল হয়ে যায় রোনালদো অফসাইডে থাকার কারণে।  ফলস্বরূপ, নির্ধারিত ৯০ মিনিট শেষেও ১-১ সমতা। দুর্বল চেক প্রজাতন্ত্রের সঙ্গে ড্রয়ের স্বান্তনা নিয়েই মাঠ ছাড়তে হবে বলে যখন ভাবছিল পর্তুগিজ সমর্থকরা, ঠিক তখনই দৃশ্যপটে হাজির দুই বদলি পেদ্রো নেটো আর ফ্রান্সিসকো কনসেইসাও। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে নেটোর পাস থেকে ছয় গজের মধ্যে বলটাকে পেয়ে জোরালো শটে জালে জড়িয়ে দেন ২১ বছর বয়সী কনসেইসাও। আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক কোনো টুর্নামেন্টে এটাই ছিল তার প্রথম ম্যাচ।  নবাগত এই তরুণের গোলেই শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় শিরোপাপ্রত্যাশী পর্তুগাল। আর দীর্ঘ ২৮ বছর পর পর্তুগিজদের বাগে পেয়েও শূন্য হাতে ফিরতে হয় চেক শিবিরকে।   
১৯ জুন ২০২৪, ০৫:৩৪

চেক প্রজাতন্ত্রে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, ৪ জনের প্রাণহানি
চেক প্রজাতন্ত্রে একটি মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। দেশটির রাজধানী প্রাগ থেকে ১০০ কিলোমিটার দূরে পারডুবিস শহরে এ ঘটনা ঘটে।  বৃহস্পতিবার (৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।  প্রতিবেদনে বলা হয়, বুধবার (৫ জুন) স্থানীয় সময় রাত ১১টার দিকে ওই দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। যাত্রীবাহী ট্রেনটিতে ৩০০ জনের বেশি যাত্রী ছিল। ট্রেনটি ইউক্রেনের দিকে যাচ্ছিল।  যাত্রীবাহী ট্রেনটি প্রাগ থেকে পশ্চিম ইউক্রেনের শহর চপে যাচ্ছিল। পথিমধ্যে স্লোভাকিয়া সীমান্তে পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। এতে অনেক বিদেশি যাত্রীও ছিলেন।  প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পরপরই পুলিশ ও দমকল বাহিনীসহ জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গেছেন। দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।  এদিকে দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি শোক ও দুঃখ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়েছেন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা।   
০৬ জুন ২০২৪, ১২:৫০

আলেশা মার্টের চেয়ারম্যান কারাগারে
চেক প্রতারণার অভিযোগে করা মামলায় অনলাইনভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১৪ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী এ নির্দেশ দেন। এর আগে সকালে রাজধানীর বনানী থেকে মঞ্জুরুল আলম শিকদারকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ বিষয়ে এদিন দুপুরে ডিএমপির গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম বলেন, আলেশা মার্টের চেয়ারম্যানকে বনানী থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনেও মামলা আছে। এই মামলার বাদী পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার বিরুদ্ধে শতাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। সিআইডির তথ্যমতে, ২০২০ সালের ২৬ জুলাই আলেশা মার্ট যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর থেকে নিবন্ধন পায়।  পরে ওই বছরের ১০ নভেম্বর ঢাকার উত্তর সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স নেয় প্রতিষ্ঠানটি। পরে আনুষ্ঠানিকভাবে ২০২১ সালের ৭ জানুয়ারি আলেশা মার্টের যাত্রা শুরু হয়।
১৪ জানুয়ারি ২০২৪, ১৮:৩১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়